ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানের সহায়তায় ৩০ কোটি ডলারের বিশেষ প্রণোদনা মার্কিন প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

আফগানিস্তানে পরিষেবা এবং বিভিন্ন সামগ্রী খাতে ব্যবহারের জন্য ২০ কোটি ডলারের জরুরি সহায়তা অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া আফগানিস্তানের জন্য ১০ কোটি ডলারের জরুরি সাহায্য তহবিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৩ জুলাই) হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এই অর্থ আফগানিস্তানে ক্রমবর্ধমান শরণার্থী সমস্যা মোকাবিলা এবং মার্কিন অনুগত আফগানদের আমেরিকায় বিশেষ ইমিগ্র্যান্ট ভিসায় নিয়ে যেতে ব্যবহার করা হবে।

আফগানিস্তানে একের পর এক সীমান্ত এলাকা তালেবানদের দখলে যাচ্ছে। গত দুই দশক আমেরিকার হয়ে কাজ করা আফগানরা এখন তালেবানদের হামলার ঝুঁকিতে পড়েছে। এসব ঝুঁকিতে থাকা মানুষকে আমেরিকায় বিশেষ অভিবাসন ভিসায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকির আশঙ্কায় কয়েক হাজার আফগান মার্কিন অভিবাসনের জন্য আবেদন জানিয়েছে। আমেরিকায় আশ্রয় নিতে ইচ্ছুক এমন আফগানদের প্রথম দলটি আগামী মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছার কথা। প্রথমে তাদের ভার্জিনিয়ার ফোর্টলি সামরিক ঘাঁটিতে রাখা হবে। সেখানে তাদের অভিবাসন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭