ওয়ার্ল্ড ইনসাইড

পতাকা ধারণ করে তালেবানকে সমর্থন জোগাচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

আফগান বিদ্রোহীদের কার্যক্রম বাড়তে থাকায় পাকিস্তানিরা তালেবানদের পতাকা ধারণ করেছে এবং ইসলামি চরমপন্থী স্লোগান দিয়ে তাদের সমর্থন জানাচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের কোয়েটা শহর থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে তা ফুটে উঠেছে।

কোয়েটা শহরের বাসিন্দা এবং বেলুচিস্তানের পিশিন জেলার স্থানীয় বাসিন্দারা বলছেন যে সেখানেও তালেবানদের কার্যক্রম বেড়ে গিয়েছে। এছাড়াও পাকিস্তানের একজন আইনজীবী অভিযোগ করেছেন, পাকিস্তানে তালেবানরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে, আইনজীবী মহসিন দাওয়ার এ ব্যাপারে বলেছেন, কোয়েটাসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানরা অবাধে বিচরণ করছে। রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এটা সম্ভব নয় বলে মনে করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭