ওয়ার্ল্ড ইনসাইড

স্পেস এক্সের রকেট যাচ্ছে বৃহস্পতির ‘চাঁদে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে আগামী কয়েক বছরের মাঝে বৃহস্পতির ‘চাঁদ’খ্যাত উপগ্রহ ইউরোপায় অভিযান চালানোর ব্যাপারে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অভিযানের জন্য নাসা স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট ব্যাবহার করবে।

১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের এই চুক্তিটিতে ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ইউরোপার দিকে যাত্রা করবে ফ্যালকন হেভি।

এ অভিযানের জন্য নাসা নিজেদের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) ব্যবহার করতে চাইলেও তা এখনো পুরোপুরি প্রস্তুত নয়, যার ফলে কপাল খুলেছে স্পেস এক্সের।

বৃহস্পতির উপগ্রহটি আদতেই জীবনধারণের জন্য উপযুক্ত কি না, তা জানতেই চালানো হবে এ অভিযান।

নাসার অভিযানের অংশ হিসেবে ফ্যালকন হেভি মহাকাশে কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যাবে। সেটি ইউরোপার খুব কাছ দিয়ে ৪০ থেকে ৫০ বার উড়ে যাবে। সেখানে থাকবে ক্যামেরা, রাডার ও স্পেকট্রোমিটার। এর মাধ্যমে ইউরোপার উচ্চ মানের ছবি তোলা যাবে। তৈরি করা হবে উপগ্রহটির উপরিভাগের মানচিত্র। আর রাডারের মাধ্যমে ইউরোপার বরফের আস্তরণের নিচে তরল পানি আছে কি না, তা খোঁজ করে দেখা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭