ইনসাইড গ্রাউন্ড

প্রথম দিনেই স্বর্ণ জয় ইরান ও ইকুয়েডরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

অলিম্পিকের প্রথম দিনের খেলা চলছে। ইতমধ্যে শেষ হয়েছে বেশ কিছু খেলা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ জিতেছেন ইরানের জাভেদ ফরায়েজি। তিনি ২৪৪.৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেন। 

তিনি ফাইনালে সার্বিয়ার দামির মাইকেক কে হারিয়ে স্বর্ণ পদক জেতেন। সার্বিয়ার মাইকেক ২৩৭.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি পান রূপার পদক। এবং চিনের পাং উই ২১৭.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জেতেন।

অপরদিকে,  ইকুয়েডের খেলোয়াড় কারপাজ রিচার্ড ফুজি ইন্টারন্যাশনাল স্পিডওয়েতে সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ জেতেন। তিনি সময় নেন ৬ ঘন্টা ৫ মিনিট ২৬ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন বেলজিয়ামের ভ্যান আর্ট। তিনি সময় লাগিয়েছেন ৬ ঘন্টা ৬ মিনিট ৩৩ সেকেন্ড। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন স্লোভেনিয়ার পোগাকার।

এবারের আসরে এটি ইরান ও ইকুয়েডরের প্রথম পদক জয়।

গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় টোকিও অলিম্পিকের আসর।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭