ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে মার্কিন এয়ারস্ট্রাইকের পর তালেবানের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2021


Thumbnail

আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে সেদেশের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আফগান সরকারকেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে তাদের পরিকল্পনা স্পষ্ট করে দিলেও তারা আফগান সরকারকে তালেবানদের বিরুদ্ধে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। তার অংশ হিসেবে কান্দাহারে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই হামলার পরই ক্ষেপে উঠছে তালেবান।

আজ শনিবার (২৪ জুলাই) তালেবানদের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানিয়েছেন, এই হামলা চালিয়ে লিখিত চুক্তি ভঙ্গ করেছে আমেরিকা, তাই এর ফল ভোগ করতে হবে তাদের।

বৃহস্পতিবার রাতের অন্ধকারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। কান্দাহার ও হেলমন্দ প্রদেশে সেই এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে অনেকের। সাধারণ মানুষের মৃত্যুর খবরও জানিয়েছে তালেবান। শত্রুপক্ষ যুদ্ধের পথে এগোলে তালেবান যে চুপ করে বসে থাকবে না সেই হুঁশিয়ারিও স্পষ্ট ওই বিবৃতিতে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭