ইনসাইড গ্রাউন্ড

দুদলের সামনেই আজ সিরিজ জয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2021


Thumbnail

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হেরে যায় টাইগাররা। তাই আজকের সর্বশেষ ম্যাচটিই হয়ে আছে সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে। 

টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক জানাচ্ছিলেন, ‘ব্যাটিংয়ে গ্রুপ হিসেবে আজ আমরা ক্লিক করতে পারিনি। কোনো বড় পার্টনারশিপ করতে পারিনি। ১৬০ রানেরও বেশি তাড়া করতে গেলে ভালো শুরু গুরুত্বপূর্ণ। তা করতে পারিনি বলেই ফলাফল পক্ষে আসেনি। ব্যাটিং এপ্রোচ নিয়ে আমি হতাশ নই। ১৬০ রান তাড়া করতে গেলে ঝুঁকি নিতেই হবে। দ্রুত ২-৩ উইকেট হারিয়ে ফেলায় চাপে ছিলাম। এরপরও উইকেট হারাচ্ছিলাম। একটা ৩০ আর একটা ৫০ রানের পার্টনারশিপ হলে জয়ের ভিত তৈরি হয়ে যেত।’ আরও বলেন, ‘আমাদের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেরই সামর্থ্য আছে। আমাদের দল ভারসাম্যপূর্ণ। স্পিন বিভাগ দেখুন, পেস বিভাগ দেখুন, অলরাউন্ডারদের দেখুন- সব জায়গাতেই আমরা পরিপূর্ণ।’

এদিকে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণ শক্তির দল পায়নি মাহমুদউল্লাহ। হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলে হারারে থেকে ঢাকায় ফিরে আসছেন তামিম ইকবাল। এছাড়া পারিবারিক কারণে আগেই ফিরে এসেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছে, সর্বশেষ ১২ ম্যাচে বাংলাদেশের জয় মোটে চারটি। তবে টি-২০ র‍্যাংকিং বলছে, ক্রিকেটের সীমিত ফরম্যাটে পার্থক্য নেই খুব একটা। আইসিসি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। জিম্বাবুয়ের অবস্থান ঠিক এরপরেই। মুখোমুখি ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দু`দল। তবে জয়ের পাল্লা ভারী টাইগারদের। ১০ ম্যাচে জয় আছে মাহমুদউল্লাহ-সাকিবদের। আর হেরেছে ৫টি ম্যাচে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭