ওয়ার্ল্ড ইনসাইড

সিরিয়ার উত্তরাঞ্চল ফের উত্তপ্ত, নিহত ২ তুর্কী সেনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2021


Thumbnail

ফের তুরস্কের সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সিরিয়া সীমান্তে। সাঁজোয়া যানে থাকা নিহত হয়েছে দুই তুর্কী সেনা, আহত আরও ২ জন। তবে তাৎক্ষণিকভাবেই পাল্টা গুলি ছুঁড়ে জবাব দিয়েছে সেনারা।

গত শনিবার (২৪ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়। টুইটারে এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামলার পর তুরস্কের সেনারাও যথাযথ জবাব দিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তুরস্ক যে এলাকায় ২০১৬ সালে আইএস এবং কুর্দিশ পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)- এর বিরুদ্ধে ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ চালিয়েছিল সে এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, আল-বাব এলাকায় হামলার ঘটনাটি ঘটেছে।

তবে এ হামলার পেছনে কারা জাড়িত বিষয়টি এখনো পরিষ্কার নয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭