ওয়ার্ল্ড ইনসাইড

প্রাপ্য কী হবে, কাশ্মীরের মানুষই সিদ্ধান্ত নিক: ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2021


Thumbnail

কাশ্মীরের মানুষদেরই সিদ্ধান্ত নিতে দেয়া হোক যে তারা পাকিস্তানের অংশ হতে চায়, নাকি স্বাধীন দেশের নাগরিক হতে চায়, এমনটিই বললেন ইমরান খান। পাক-অধিকৃত কাশ্মীরে নির্বাচনের আগেপ্রচারে গিয়ে ইমরান খান এই কথা জানান।

ভারত বরাবরই জানিয়ে এসেছে যে, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। কিন্তু পাকিস্তান বারবারই বিতর্ক উসকে দিয়েছে। 

আজ রবিবার (২৫ জুলাই) পাক-অধিকৃত কাশ্মীরের তরল খল অঞ্চলে নির্বাচন। তার আগে প্রচারে গিয়ে এক বিরোধী নেতার দাবি প্রত্যাখ্যান করেই এমন কথা জানালেন ইমরান খান। 

ওই নেতার দাবি ছিল, কাশ্মীরকে নিজেদের রাজ্য হিসেবেই রাখতে চায় পাকিস্তান। সেই দাবিকে উড়িয়ে ইমরান দাবি করলেন, কাশ্মীরিরা কী চায়, সেটা তাদের হাতেই ছেড়ে দেওয়া হোক। তার মতে, জলদি এমন দিন আসবে যেদিন জাতিসংঘের মত অনুসরণ করে কাশ্মীরের মানুষকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭