ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলের সাহায্যকারীদের কর মওকুফ হবে না: রাশিদা তালিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/07/2021


Thumbnail

ইসরায়েলে বসতি স্থাপনে সাহায্যকারীদের কর মওকুফ বন্ধে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেসের সদস্য রাশিদা তালিব ও তার প্রগতিশীল বন্ধুরা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ফের আগ্রাসনের বিরুদ্ধে রাশিদা উদাত্ত কণ্ঠে এই প্রস্তাব করেন মার্কিন কংগ্রেসে।

মিডলইস্ট আই-এর সূত্রে জানা যায়, মার্কিন কংগ্রেসে এমন দাবি জানানোর পরদিনই গত শুক্রবার (২৩ জুলাই) পশ্চিম তীরের কাছে বাইতা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদ করা এই হামলা চালানো হয়।

টিআরটি ওয়ার্ল্ডের সূত্রে জানা যায়, আহতদের মধ্যে তাজা গুলিবিদ্ধ হয়ে নয়জন, রাবারে মোড়ানো গুলিবিদ্ধ হয়ে ৩৪ জন এবং কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে ৮৭ জন আহত হয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭