ইনসাইড গ্রাউন্ড

আফগান মেয়েদের পথ দেখাচ্ছেন নিগারা শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2021


Thumbnail

অলিম্পিকের এবারের আসরে রয়েছে ‘আর ও সি’ নামের একটি দল। এই দলের নেই কোন নিজস্ব পরিচয়। এই দলের হয়ে অংশ নেয় বিভিন্ন দেশের শরণার্থী শিবিরে বসবাস করা অ্যাথলেটরা। এবার সেই দলের হয়ে অলিম্পিকের এবারের আসর মাতাবেন প্রথম আফগান মেয়ে নিগারা শাহীন।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের নাগরিক তিনি। যুদ্ধ থেকে বাঁচতে তার পরিবার আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের শরণার্থী শিবিরে। সেখানেই তারা বসবাস শুরু করে। কিন্তু তার মনোবল তাকে নিয়ে গেছে অনেক দূর। অলিম্পিক কমিটি গতবারের আসর থেকে এই রকম শরণার্থী শিবিরে থাকা খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করে। সেই দলের হয়ে প্রথমবার আফগানিস্তানের পক্ষে টোকিও অলিম্পিকে খেলতে নামবেন শিরীন। তিনি অংশ নেবেন জুডোতে।

শিরিন বলেন, ‘আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম অলিম্পিকে অংশ নেওয়ার। আমার সে স্বপ্ন পূরণ করেছে শরণার্থী দল।’

তিনি আজ এই পর্যন্ত আসতে পেরে পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন। তার ধারণা তাকে দেখে অন্যান্য আফগান মেয়েরা উৎসাহিত হবে। অনেক মেয়ে আসতে চাইবে এ প্রতিযোগিতায়। শুধু দরকার তাদের ইচ্ছাশক্তি আর সকল বাঁধা পাড়ি দেওয়ার মন মানষিকতা।

তিনি এবারের অলিম্পিকে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭