ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ৩০ হাজারের নিচে নামল সংক্রমণ দৈনিক করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2021


Thumbnail

ভারতে দৈনিক সংক্রমণের সাথে সাথে মৃত্যু হারও দিন দিন কমে আসছে যা দেশটির জন্য সত্যি স্বস্তির সংবাদ। গত ১৩২ দিন পর দেশটিতে সংক্রমণের হার ৩০ হাজারের নিচে নেমে এলো যা সর্বশেষ ১৭ মার্চ ছিলো ২৮ হাজার ৯০৩ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৮৯ জন। একদিন আগেই নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৩৬১। একই সময়ে মৃত্যু হয়েছে ৪১৬ জনের।

দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এলেও করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৩৮২ জন মানুষ মারা গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৪ লাখের নিচে নেমে এসেছে যা এক সময় বাড়তে বাড়তে ৩৭ লাখ পেরিয়ে গিয়েছিলো।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ২৬৩ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭