ওয়ার্ল্ড ইনসাইড

তিউনিশিয়ায় তিউনিসিয়ায় বহিষ্কার রাজনৈতিক সঙ্কট চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/07/2021


Thumbnail

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ।

স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রেসিডেন্ট দেশটির ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকেও বরখাস্ত করেছেন। একই সময়ে মাঝে দেশটির দুই অতি গুরুত্বপূর্ণ মন্ত্রীর বরখাস্তের ঘটনায় দেশটিতে রাজনৈতিক সংকট চরমে পৌঁছেছে।

এর একদিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেন।

প্রেসিডেন্ট সাঈদের এই সমস্ত পদক্ষেপকে তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন্নাহদা ‘ক্যু’ বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট সাঈদ বলছেন, তার এই সিদ্ধান্ত তিউনিশিয়া ও তার জনগণকে রক্ষা করবে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিশিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাঈদ এই সব পদক্ষেপ নিলেন।

তিনি বলেন, দেশের চলমান সঙ্কট তিনি নিজের পছন্দের লোকজন নিয়োগ দিয়ে সমাধান করবেন। সূত্র: পার্সটুডে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭