ইনসাইড এডুকেশন

জেএসসি প্রস্তুতি: কী পড়বে? কেন পড়বে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/10/2017


Thumbnail

জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এক সপ্তাহের কম সময় ব্যাবধানে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষার্থীদের প্রতিটি দিন এখন যাচ্ছে পড়াশুনার মধ্য দিয়ে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে একজন শিক্ষার্থীকে প্রস্তুত করার জন্য জেএসসি পরীক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই পরীক্ষায় ভালো করতে হলে প্রস্তুতিও ভালো থাকা প্রয়োজন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১৭ আগামী ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের পরীক্ষা প্রস্তুতি ভালো করার জন্য বিশিষ্ট শিক্ষাবিদরা নানা পরামর্শ দিয়েছেন। বাংলা ইনসাইডারের আয়োজনে তাঁদের পরামর্শ সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো:

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল মো. আবুল মান্নান ভুঁইয়া পরামর্শ দেন, ভালো ফলাফলের জন্য পরীক্ষার খাতায় ভালো উপস্থাপনা জরুরি। ভালো উপস্থাপনা বলতে পরীক্ষার খাতার সার্বিক পরিচ্ছন্নতা এবং প্রশ্ন বুঝে বানান ভুল না করে সহজ বাক্যে প্রাসঙ্গিক উত্তর লেখাকে বুঝায়। সময় অপচয় না করে পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

ভিকারুননিসা নুন স্কুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস  বলেন, কোনো একটি বিশেষ বিষয়কে গুরুত্ব না দিয়ে সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। বারবার বইগুলো রিভিশন দিতে হবে। বুঝে পড়তে হবে। শুধু মুখস্ত করলে হবে না একই সঙ্গে বইয়ের প্রতিটি পাতা বুঝে পড়তে হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের পরামর্শ, পরীক্ষার রুটিন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। কোন বিষয়ের আগে কতদিন বন্ধ সেদিকে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের পরীক্ষার্থীদের শরীরের দিকে নজর দিতে হবে।

ন্যাশনাল আইডিয়াল কলেজের সহকারী শিক্ষক জাকির হোসেন বলেন, টেস্ট পেপার থেকে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন জেলা স্কুলের প্রশ্নগুলোও ভালোভাবে খেয়াল রাখতে হবে। হাতের লেখা সুন্দর না হলেও পরিস্কার হতে হবে।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান সরকার বলেন, প্রত্যেকটি সাবজেক্ট রিভিশন দিতে হবে। এখন দৈনিক ৭ ঘন্টা করে পড়তে হবে। পরীক্ষার খাতায় মার্জিন করে লিখতে হবে। পরীক্ষার খাতায় নতুন কলম ব্যবহার না করাই ভালো।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আল মাসুদ বলেন, পরীক্ষার আগের রাত টেনশন মুক্ত থ্যাকতে হবে। পরীক্ষার আগের দিন বেশি রাত জেগে না পড়াই ভালো। পরীক্ষার দিনগুলোতে মোবাইল না ব্যবহার করলেই ভালো হবে।

বিএফ শাহীন কলেজের সহকারী প্রধান শিক্ষক ওয়াজিফা খাতুন বলেন, বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। প্রত্যেক পরীক্ষার  আগের দিন অবশ্যই রেজি. কার্ড, প্রবেশপত্র, জ্যামিতি বক্স,স্কেল, পেনসিল, কলম ইত্যাদি রেডি রাখতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক ছায়েদ আহম্মদ  মজুমদারের পরামর্শ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরীক্ষার সব অংশের জন্য বোর্ড বই ভালোভাবে পড়তে হবে। যেকোনো প্রশ্নের উত্তর বোর্ড বইয়ে যেভাবে দেয়া থাকবে, সেভাবেই উত্তর লিখতে হবে।    

 

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭