ইনসাইড সাইন্স

গুগলে নিষিদ্ধ হচ্ছে সুগার ড্যাডি খোঁজার সকল অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2021


Thumbnail

অনেক সময় নগদ অর্থ বা উপহারের বিনিময়ে বয়স্ক বা প্রৌঢ় ধনকুবের পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান অপেক্ষাকৃত কম বয়সী এবং তরুণীরা। সাধারণভাবে, সেই বয়স্ক ধনী পুরুষদের ‘সুগার ড্যাডি’ নামে ডাকা হয়। এবার এমন সব ‘সুগার ড্যাডি’ খোঁজার স্মার্টফোনভিত্তিক সব অ্যাপ নিজেদের প্লে-স্টোর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দিয়ে গুগল বলছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে গুগল প্লে-স্টরে থাকা এমন অ্যাপ মুছে ফেলা হবে। এছাড়াও অর্থ বা কোনো ধরনের স্বার্থের বিনিময়ে অথবা স্বার্থ ছাড়াই যৌন সঙ্গী পাওয়া যায় এমন অ্যাপ ও নিষিদ্ধ করতে যাচ্ছে গুগল।

সমালোচকেরা বরাবরই এই ধরনের অ্যাপের সমালোচনা করে এগুলোকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করে আসছেন। যদিও এতদিন নানা যুক্তিতে এই অ্যাপগুলো চলে আসলেও, ২০১৮ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের একটি আইনের জন্য এবার নড়েচড়ে বসেছে গুগলের মতো টেক জায়ান্টগুলো।

সেই আইন অনুযায়ী, কোনো অ্যাপে পতিতাবৃত্তির প্রমাণ পাওয়া গেলে অ্যাপ প্ল্যাটফর্ম হিসেবে প্লে-স্টোর এর মতো অ্যাপ হাবগুলোকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭