ইনসাইড টক

‘ওবায়দুল কাদের অন্যায় করলেও শেখ হাসিনা ছাড়বে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2021


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপকর্ম করে আওয়ামী লীগে কেউ রেহাই পায়নি। পাপিয়া কি রেহাই পেয়েছে, শাহেদ কি রেহাই পেয়েছে, জি.কে শামীম কি রেহাই পেয়েছে?

তিনি বলেন, ‘এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনা কোন কিছু ছাড় দেয় না। ওবায়দুল কাদের অন্যায় করলেও শেখ হাসিনা ছাড়বে না।’

বাংলা ইনসাইডার এর সাথে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে হেলেনা জাহাঙ্গীর নিয়ে সৃষ্ট ঘটনাবলীতে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ইস্যুটি আবার সামনে এসেছে। এই প্রেক্ষিতে ওবায়দুল কাদের এর এই সাক্ষাতকারটি গ্রহণ করা হয়।

হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার ছবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তখন চিকিৎসা শেষে দেশে ফিরেছি। তখন বহু লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। সে সময় দেখা করছে এ্যাজ সেক্রেটারি বিসিসি। আমার সঙ্গে তো কোন অন্তরঙ্গ ছবি না এটা। আমি তাকে চিনিও না।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোন অপকর্মই আমরা ছাড় দেই না’। আওয়ামী লীগ তো অ্যাকশন নিচ্ছে। অন্য দলের কথা যদি বলি, জাতীয় পার্টি বা বিএনপি যখন ক্ষমতায় ছিলো তারা কি দলের কারো বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়েছে?’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক মেয়র এখন কারাগারে। আমাদের কক্সবাজারের বদি সেও ছাড় পায়নি। আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতির এরকম নির্দেশনা আছে যে, কোন কমিটিও যদি হয়ে যায়’, কমিটির কারো বিরুদ্ধে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ কেউ প্রমাণ দিতে পারে যে এই লোক অপরাধী, এই লোক বিতর্কিত, সঙ্গে সঙ্গে নেত্রী ট্রাইব্যুনাল করছে, তার মাধ্যমে তাকে বাদ দেয়া হবে। যে ট্রাইব্যুনালের চীফ হলো নেত্রী নিজে।’

তিনি বলেন ‘আওয়ামী লীগে অপরাধ করে ছাড় পাওয়ার কোন উপায় নেই।’

ওবায়দুল কাদের বলেন ‘আমি হলাম আওয়ামী লীগের সেক্রেটারি। এখন যুব মহিলা লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি পার্টি অফিসে এসে আমাকে বললো, ভাই একটা ছবি তোলেন, আমাদের নরসিংদীর প্রেসিডেন্ট পাপিয়া। আমি তো তাকে চিনি না। নরসিংদী যুব মহিলা লীগের প্রেসিডেন্ট ছবি তুলবে আওয়ামী লীগের সেক্রেটারির সঙ্গে। হাউ ক্যান আই ছে নো।’ আর সেখানে নাজমা আর অপু আমাকে বলছে। এ ধরনের হয়ে যায় অনেক সময়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭