ইনসাইড গ্রাউন্ড

টোকিও অলিম্পিকে রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী হলেন থম্পসন হেরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/07/2021


Thumbnail

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় খেলা হলো ১০০ মিটার স্প্রিন্ট। প্রতিটি অলিম্পিকে সবার নজর থাকে এই ইভেন্টে কে হবেন বিজয়ী। দৌড় দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়ার এই খেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন উসাইন বোল্ট। বোল্ট এবারের আসরে না থাকলেও দ্রুততম মানব-মানবী নির্ধারিত হওয়া এই ইভেন্টে তার দেশের মেয়েরাই দ্রুততম মানবীর খেতাব জিতে নিলো।

রেকর্ড গড়েই বিশ্বের দ্রুততম মানবীর শিরোপা জিতে নিলেন জ্যামাইকার এলাইনে থম্পসন হেরাহ। ১০.৬১ সেন্ডে সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েন তিনি।

১০০ মিটার স্প্রিন্টে পরের দুই বিজয়ীও ক্যারিবীয় দেশ জ্যামাইকার। শেলি অ্যান ফ্রেজার প্রাইস ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতলেন রৌপ্য পদক এবং একই দেশের আরেক স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭