ওয়ার্ল্ড ইনসাইড

ইরাকে আইএসের হামলা, নিহত পুলিশ ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

ইরাকের পশ্চিম ও পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন।

গার্ডিয়ানের সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জুলাই) রাতে রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার পশ্চিমে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় এক পুলিশ সদস্য ও তাঁর ভাই এবং বাবা নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের পুলিশ কর্মকর্তা আবদুল সাত্তার আল দুলাইমি জানিয়েছে, হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

প্রাদেশিক পুলিশের আরেক কর্মকর্তা আব্বাস আল-নাদাবি বলেন, আইএস জঙ্গিরা শুক্রবার (৩০ জুলাই) রাতে পূর্ব প্রদেশ দিয়ালা প্রদেশের জালাওলা শহরের বাইরে একটি আবাসিক এলাকায় ইরাকি সেনাদের ওপর গুলি চালায়। ওই হামলায় একজন সৈন্য নিহত ও আহত হয়েছেন ছয়জন।

সম্প্রতি ইরাকে আবারও সংগঠিত হতে শুরু করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মসুলে চূড়ান্ত পরাজয়ের চার বছর পর তারা ইরাকে সামরিক ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিগুলোতে হামলা, স্থানীয় নেতাদের গুপ্তহত্যা এবং বিদ্যুৎ গ্রিড ও তেলখনিগুলোতে হামলা চালিয়ে নিজের সংগঠিত হওয়ার কথা জানান দিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭