ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে মুখোমুখি দুটো ট্রেনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গত শুক্রবার (৩০ জুন) রাজধানী বোস্টনের কমওয়েলথ এভিনিউ রেললাইনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথোরিটি।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতরের সূত্রে জানা যায়, এই দুর্ঘটনায় ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়। তবে তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কজনক নয়। পরে অবশ্য জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিয়েছেন।

বোস্টন অগ্নিনির্বাপণ দফতর বলছে, ব্যাবকক স্ট্রিটের কাছে বি ব্রাঞ্চে দুটি গ্রীন লাইন ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

টুইটারে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং ভবিষ্যতে ফের এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না হয়, তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে তদন্ত করছি। আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭