ইনসাইড বাংলাদেশ

অবাক লাগে আমাদের অনেকে ষড়যন্ত্রে জড়িত ছিলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতার হত্যার বিচার হয়েছে। কিন্তু এই হত্যার নেপথ্যের ষড়যন্ত্রের বিচার হয়নি। এই ষড়যন্ত্রের রহস্য নিশ্চয়ই একদিন উন্মোচিত হবে।’ 

শোকের মাস আগস্টের প্রথম দিন, কৃষক লীগের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে শেখ হাসিনা এই মন্তব্য করেন। 

গণভবন থেকে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘মোশতাক-জিয়ার যে সখ্যতা, সেটাই ১৫ আগস্টের হত্যাকান্ডের বড় প্রমাণ। 

তিনি বলেন, ‘সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সম্মতি এবং সহযোগিতা ছাড়া এই হত্যাকান্ড সংগঠিত করা সম্ভব ছিলো না।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জিয়া খুনীদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। তাদের কূটনীতিক চাকরী দিয়েছিল।’ 

শেখ হাসিনা আরও বলেন, ‘তবে আমার অবাক লাগে আমাদের দলের অনেকে এই ষড়যন্ত্রে জড়িত ছিলো।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭