ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রের সোনা জয়ে শেষ হলো অলিম্পিক সাঁতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। সোনা জয়ের পথে ড্রেসেল, রায়ান মারফি, মাইকেল অ্যান্ড্রু ও জ্যাক অ্যাপল সময় নিয়েছেন ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড। । টোকিওর অ্যাকুয়াটিস সেন্টারে রোববার নতুন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালে ইতালির রোমে ৩ মিনিট ২৭ দশমিক ২৮ সেকেন্ড টাইমিং করে এ ইভেন্টে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিল তারা। এ ইভেন্টে অলিম্পিক রেকর্ডও নতুন করে গড়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিকসে ৩ মিনিট ২৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল তারা।

টোকিওতে এ ইভেন্টে ইউরোপিয়ান রেকর্ড টাইমিং (৩ মিনিট ২৭ দশমিক ৫১ সেকেন্ড) করে রুপা পেয়েছে গ্রেট ব্রিটেন। ৩ মিনিট ২৯ দশমিক ১৭ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছে ইতালি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭