ইনসাইড আর্টিকেল

প্রাথমিক শিক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/02/2017


Thumbnail

প্রাথমিক শিক্ষা
পারিবারিক ব্যবসায় যোগ দিল পুত্র। বাবা প্রথম দিন পুত্রকে নিয়ে ছাদে গেলেন। তারপর বললেন
বাবা: ছাদের একদম ধারে গিয়ে দাঁড়াবে এবং আমি যখন বলব লাফ দাও তখন লাফ দিবে।
পুত্র: সে কী বাবা তিন তলা থেকে লাফ দিব? আমি মারা যাব যে।
বাবা: শোন ব্যবসায় উন্নতি করতে চাও তো?
পুত্র: হ্যাঁ।
বাবা: এবং আমার ওপর বিশ্বাস আছে?
পুত্র: হ্যাঁ।
বাবা: তাহলে লাফ দাও।
ছেলে লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা এক হাত ভেঙে মুমূর্ষু অবস্থায় পড়ে রইল। বাবা দ্রুত সিঁড়ি ভেঙে ছেলের কাছে ছুটে গেলেন এবং বললেন- ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা কাউকে বিশ্বাস করবে না।

যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায়?
বিমান চালনা প্রশিক্ষণের সময় প্রশিক্ষককে প্রশ্ন করল এক শিক্ষার্থী, ‘স্যার, বিমান আকাশে ওড়ার সময় হঠাৎ যদি যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে নিচে পড়তে কত সময় লাগবে?’
প্রশিক্ষক: তোমার বাকি জীবন!

আগ্নেয়গিরির ছবি তুলবেন
আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান… বাঁয়ে যান… হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!

বাংলা ইনসাইডার/এমএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭