ইনসাইড গ্রাউন্ড

কিপটে বোলার হাফিজের কল্যাণে পাকিস্তানের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাবর আজমের দল। আগে ব্যাট করে সফরকারীরা দাঁড় করায় ৮ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ। জবাবে নিকোলাস পুরানের ঝড়ের পরেও ৪ উইকেটে ১৫০ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। 

পাকিস্তানের পক্ষে বোলিং আক্রমণের শুরুটা করেছিলেন হাফিজ। এই অফস্পিনার প্রথম ওভারের দ্বিতীয় বলে বোল্ড করে দেন আন্দ্রে ফ্লেচারকে। এরপর আর উইকেট না পেলেও ম্যাচে ২৪টি বল করে ১৯টিই ডট নিয়েছেন তিনি। চার ওভারে রান দিয়েছেন মাত্র ৬টি, আর মেডেন একটি।

কিপটেমির রেকর্ডই ছুঁয়েছেন হাফিজ। ৪-১-৬-১ এমন বোলিং বিশ্লেষণে তিনি ছুঁয়েছেন লাসিথ মালিঙ্গার রেকর্ড। টি-টোয়েন্টিতে আইসিসির শীর্ষ দলগুলোর মধ্যে মালিঙ্গাই এত দিন কৃপণতার উদাহরণ হয়ে ছিলেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ৬ রান দিয়েছিলেন তিনি। কাল হাফিজ তাঁর সঙ্গে ব্র্যাকেটবন্দী হলেন। কিপটে বোলিংয়ে ম্যাচসেরা হন হাফিজ। এ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাবর আজমের দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭