ইনসাইড গ্রাউন্ড

প্রয়োজনবোধে ওপেন করবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

ঘরের মাঠে অজিদের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে স্কোয়াডে নেই তামিম ইকিবাল, লিটন দাস। আছেন শুধু সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুন। এদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন দলীয় কোচ। কিন্ত সিরিজ চলাকালীন যদি এই দুই ওপেনারের কিছু হয়েই যায় তবে দলের প্রয়োজনে সাকিব আল হাসানই ওপেন কোর্টে নামবেন। 

এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন সাকিব আল হাসান আর মোহাম্মদ মিঠুনের নাম। আজ বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে এক অনলাইন সংবাদ সম্মেলনে দলের ওপেনার সংকট নিয়ে ডমিঙ্গো জরুরি পরিস্থিতিতে ওপেনার কে হবে এ নিয়ে কথা বলছিলেন, ‘যদি কোনো সমস্যা হয় তাহলে সাকিব আছে। দলে মিঠুনও আছে। সে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও দরকার হলে ওপেন করবে।’

দুশ্চিন্তাটা আসলে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যর চোটের কারণেই। তবে স্বস্তির খবর, আজ ওয়ার্ম-আপে দলের সঙ্গে ফুটবল না খেললেও এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। প্রথমে দলের পেস বোলারদের বিপক্ষে কিছুক্ষণ ব্যাটিং করার পর খেলেছেন স্পিনারদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭