ইনসাইড গ্রাউন্ড

ছেলেদের টেনিসে সোনা জার্মানির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

রাশিয়ার কারেন খাচানোভকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে অলিম্পিকের পুরুষ একক টেনিসে সোনা জিতেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জভেরেভ। স্টেফি গ্রাফের পর এই প্রথম কোনো জার্মান তারকা অলিম্পিকে সোনা জিতলেন। এর ফলে আট বছর পর পুরুষ টেনিসে নতুন চ্যাম্পিয়ন দেখল অলিম্পিক। আগের দুবার সোনা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।

এই পদক জয়ের ফলে পয়েন্ট টেবিলে ১০ম স্থানে উঠে এলো জার্মানি। দেশটি এবারের অলিম্পিকে ৪টি সোনা, ৪ট রুপা ও ১১টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট ১৯টি পদক জয় করেছে। যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চীন। দেশটি এখন পর্যন্ত ২৩টি সোনা সহ সর্বমোট ৫০টি পদক জয় করেছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭