কালার ইনসাইড

নাটক নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের পরেই “হ্যামলেটের ফিরে আসা”য় ডিজলাইকের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

আশরাফুজ্জামানের পরিচালনায় দেশের অন্যতম শক্তিশালী দুই অভিনেতা মোশাররফ করিম ও রওনক হাসান অভিনীত নাটক ‘হ্যামলেটের ফিরে আসা’য় ইউটিউবে প্রকাশের পর প্রায় ১ লাখ ৭৪ হাজার মানুষ দেখলেও কোন প্রকার ডিজলাইক ছিলো না নাটকটিতে। এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নাটকের অভিনেতা রওনক হাসান একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের এক ঘণ্টার মধ্যেই নাটকটিতে প্রায় ১৫০টি ডিজলাইক পড়ে।

২৯ জুলাই রওনক হাসান নাটকটি নিয়ে তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘ইউটিউবে নাটকটি ১ লাখ ৭৪ হাজার মানুষ দেখেছেন। অথচ একটিও ডিজলাইক নেই এবং ৬৫৬ জন মন্তব্য করেছেন, যার একটিও নেগেটিভ নয়। ভাবা যায়! এই সময়ে সত্যিই এমন ঘটনা বিস্ময়কর।’

অভিনেতা রওনক হাসানের এই ফেসবুক পোস্টের পর থেকেই সবাই ডিজলাইক দেওয়া শুরু করেন। পরে এই অভিনেতা তাঁর আগের স্ট্যাটাসের সঙ্গে যোগ করেন, ‘মজার ব্যাপার হচ্ছে, ফেসবুক পোস্টের ঠিক এক ঘণ্টা পর ১৪৯ জন নাটকটিকে ডিজলাইক দিয়েছেন। এটা আমাদের সমাজের একটি প্রতিফলন। ইচ্ছাকৃত ডিজলাইক দিচ্ছেন। এটা একটা প্রজন্মের অসুস্থতার লক্ষণ। তাঁরা আমাকে ঘৃণা বা অপছন্দ করতে পারেন, তার মানে এই নয় যে ভালো একটা কাজকে ডিজলাইক দেবেন। অনেকেই ইচ্ছা করে বলেকয়ে ডিজলাইক দিচ্ছেন।’

নাটকটি নিয়ে প্রায় ৭০০ মানুষ মন্তব্য করেছেন। এর মাঝে নাটকটি নিয়ে এক ভক্ত ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এই নাটকে যাঁরা ডিজলাইক দিয়েছেন, তাঁরা আসলে হিংসা করে দিচ্ছেন। মানুষকে অনুপ্রেরণা দিতে শিখুন।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭