ওয়ার্ল্ড ইনসাইড

দুই বছর পর মিয়ানমারের নির্বাচন: জান্তাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দলকে ক্ষমতা থেকে উৎখাতের ছয় মাস পর দেশটির জান্তাশাসক মিন অং হ্লাইং প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আরও দুই বছর পর মিয়ানমারে বহুদলীয় নির্বাচন আয়োজন করা হবে।

আজ রোববার (০১ আগস্ট) তিনি জাতির উদ্দেশ্য ভাষণে এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। 

পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) মনোনীত যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তাঁর সরকার কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

টেলিভিশনে দেওয়া ভাষণে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমারে আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি তাঁরা। ভাষণে মিন অং হ্লাইং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন।

তিনি বলেন, ২০২৩ সালের অগাস্ট নাগাদ দেশে জরুরি অবস্থা প্রত্যাহার করবেন। একই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।

মিয়ানমারে জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরি করতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষ্যে আগামীকাল সোমবার বৈঠকে বসছেন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭