ইনসাইড গ্রাউন্ড

১০০ মিটারের দৌড়ে এবার নতুন রাজা ইতালির ইয়াকবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2021


Thumbnail

অসাধারণ একটা রাত গেলো ইতালির জন্য। তারা সোনা জিতেছে এক অসাধ্য ইভেন্টে। যেই ইভেন্টের দাবীদার এতদিন ছিলো শুধু যুক্তরাষ্ট্র আর জ্যামাইকার দখলে, এবার তার এতে শুধু যে ভাগ বসালো তাই না সেই সাথে জিতে নিলো সোনার পদকটাই। ১০০মিটারের অ্যাথলেটিকসকে বলা হয় অলিম্পিকের প্রাণ আর এই প্রাণ যে জেতে সে হয় রাজা! এবার টোকিও অলিম্পিকের রাজা বনে গেলেন লামন্ত মার্সেল ইয়াকবস। 

ইয়াকবস সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু এরপরও ফেভারিটের তালিকায় তাঁকে রাখা হয়নি। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে! তাই তো কেই বা ভেবেছিলো সেই ইয়াকবস-ই কেঁড়ে নিবে সকল আলো।

ফাইনালে লামন্ত মার্সেল ইয়াকবস তার দৌড় শেষ করেছেন ৯.৮০ সেকেন্ডে। অন্যদিকে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭