ইনসাইড গ্রাউন্ড

অলিম্পিক পদকজয়ী সিন্ধুকে আইসক্রিমের দাওয়াত মোদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2021


Thumbnail

২০১৬ রিও অলিম্পিকে রুপার পদক জিতার পরে চলমান আসরে ভারতের প্রথম নারী এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে দুইটি পদক জয়ী শাটলার পিভি সিন্ধুর জন্য বিশেষ উপহার নিয়ে অপেক্ষায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিন্ধু টোকিও উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল সাক্ষাত করেছিলেন। তখন মোদি তাকে অলিম্পিকে ভালো করার জন্য শুভকামনা জানান। একইসঙ্গে তিনি বলেছিলেন যে, সিন্ধু যদি পদক নিয়ে দেশে ফিরতে পারেন, তাহলে সিন্ধুর সঙ্গে তিনি আইসক্রিম খাবেন। সিন্ধু ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গেই মোদি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেচেন, সিন্ধু শুধু ভারতের গর্বই নয়, দেশের অসাধারণ অলিম্পিয়ানও বটে

সিন্ধু ব্রোঞ্জ জয়ের পর তাদের বাড়িতে গিয়ে সিন্ধুর বাবা পিভি রামানকে ঘিরে ধরেন সাংবাদিকরা। শুভেচ্ছা বিনিময়ের পর সেখানেই মোদির সঙ্গে আইসক্রিম খাওয়ার প্রসঙ্গ উঠে আসে। এই প্রসঙ্গে পিভি রামান বলেন, `প্রধানমন্ত্রী মোদি যেভাবে সিন্ধুকে অনুপ্রাণিত করেছেন, সেটা অসাধারণ। মোদিজী সিন্ধুকে বলেছিলেন, "তুমি অলিম্পিকে যাও, ফিরে আসলে আমরা একসঙ্গে আইসক্রিম খাব।" এবার সিন্ধু নিশ্চিত ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিম খাবে।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭