কালার ইনসাইড

আমার বিপরীতের নায়কেরাও অশ্লীল: ময়ূরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2021


Thumbnail

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত-ূসমালোচিত নায়িকা ময়ূরী।  মেহেদী, আলেকজান্ডার বো সহ অনেক নায়কের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত ছবিগুলো সমালোচিত হলেও পেয়েছিল সাফল্যও। তবে ময়ূরীর অধিকাংশ সিনেমাই ছিল খোলামেলা দৃশ্যে ভরা। এজন্য তাকে অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে বিবেচনা করেন দর্শকেরা। 

সম্প্রতি ময়ূরী দাবি করেছেন, তিনি কোনো অশ্লীল কাজ করেননি। তার সিনেমাগুলোতে যেসব দৃশ্য দেখা যেত, সেগুলো মূলত আলাদাভাবে জোড়া দিয়ে লাগানো ছিল।

করোনাজনিত লকডাউনের কারণে ঘরবন্দি সময় কাটাচ্ছেন ময়ূরী। সেজন্য অবসর সময়ে টিকটক ভিডিও বানান এ অভিনেত্রী। সেই টিকটকেরই একটি ভিডিওতে এমন দাবি করেছেন তিনি। ময়ূরীর ভাষ্য, ‘আমার সব ভক্ত কিংবা যারা আমাকে পছন্দ করেন না, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আসলে কখনো এভাবে বলা হয়নি; আমি কখনো অশ্লীলতা করিনি। তারা (নির্মাতা-প্রযোজক) কাটপিস লাগিয়ে এই শুটিংগুলো করেছে। আপনারা যে যা দেখেছেন, আমাকে ভুল বুঝবেন না।’
 
ময়ূরী আরও বলেন, ‘আমি কখনোই এতো বাজে কিছু করিনি, যেটা সমাজের মানুষ দেখতে পারবে না। আমিও তো সেই সমাজেই বাস করি। তবে হ্যাঁ, আমি করেছি। কিন্তু এতোটাও খারাপ কিছু করিনি।’

এর বেশ কিছু দিন আগে বাংলা  ইনসাইডারের সাথে চলচ্চিত্রে অশ্লীলতা নিয়ে খোলামেলা কথা বলেন ময়ূরী। তিনি বলে ছিলেন, ‘আমি কোনো অশ্লীলতা করেননি। আর যদি করেও থাকেন তাহলে আমার বিপরীতের নায়কেরাও অশ্লীল। আমি যাদের সঙ্গে অভিনয় করেছি তারাও তো অশ্লীল। শুধু আমাকে কেন অশ্লীল বলা হচ্ছে?’

এদিকে, দীর্ঘ বিরতির পর দুই বছর আগে সিনেমা নির্মাণের ঘোষণা দেন ময়ূরী। বলিউডের ‘ডার্টি পিকচার’ সিনেমার মতো চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন। এর মাধ্যমে ‘বদমানুষের’ মুখোশ তুলে ধরার কথাও জানান এই অভিনেত্রী। কিন্তু তারপর আর দেখা নেই এই নায়িকার। তিনি জানিয়েছেন, এই সিনেমার জন্য নায়িকা পাচ্ছেন না।

প্রসঙ্গত, ময়ূরীর আসল নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে নবম শ্রেণিতে পড়াকালীন ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ময়ূরী। এ পর্যন্ত তার অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে। নার্গিস আক্তার পরিচালিত ‘চার সতীনের ঘর’ শিরোনামের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান ময়ূরী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলা ভাই’।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭