ইনসাইড আর্টিকেল

সাপে কাটলে কী করবেন, কী করবেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2021


Thumbnail

সাপের কথা শুনলেই আমাদের শরীলে এক ভয়ের অনুভূতি তৈরি হয়। বিভিন্ন ধরণ আর রঙের হরেক রকমের এই সরীসৃপ প্রাণীটি সত্যিকার অর্থেই ভয়াবহ। যদিও সকল সাপের শরিলেই যে বিষ থাকে তা ঠিক না, আবার সকল বিষধর সাপ কাটলেই যে মানুষকে বাঁচানো যায় না তাও ভুল ধারণা। যুগের সাথে বিজ্ঞানের উন্নয়নে পৃথিবীর অনেক বিষধর সাপের বিষের প্রতিষেধক তৈরি হয়ে গেলেও এখনো এমন অনেক ভয়ংকর সাপ রয়েছে যাদের কামড়ে ভ্যাকসিন প্রয়োগের আগেই বেশির ভাগ মানুষের মৃত্যু নিশ্চিত। 
আমাদের দেশে অনেক বিষধর সাপ রয়েছে। বিশেষজ্ঞদের মতে আমাদের দেশে প্রায় ৮০ প্রজাতির সাপ রয়েছে। যার মাঝে আবার ২৩ ধরণের সাপ আছে যেগুলো সামুদ্রিক। একজন বিশেষজ্ঞের মতে আমাদের দেশে ৮০ শতাংশ সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ। তাই আমাদের দেশে সাপে কাটলে যে নিশ্চিত মৃত্যুর একটা ধারণার প্রচলন আছে যা একেবারেই ভুল ধারণা। 

এখন দেখে নেওয়া যাক সাপে কাটলে আমাদের কি করা উচিত, 

কী করবেন

* দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন
* হাত বা পা ভাঙলে যেমন করে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হলকা করে বাধা হয়, সেভাবে বাধুন
* সাপে কাটা পেশী যতটা কম সম্ভব নড়াচড়া করুন, পেশীর নড়াচড়া যত কম হবে, বিষ তত কম ছড়াবে।

কী করবেন না

* আতংকিত হওয়া যাবে না
* ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না
* চিকিৎসক দেখার আগ পর্যন্ত কিছু খাওয়া উচিত না
* কোন মলম বা মালিশ লাগানো উচিত না
* সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা, কারণ রক্ত জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭