ওয়ার্ল্ড ইনসাইড

সিডনীতে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/08/2021


Thumbnail

প্রাণঘাতী করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। দেশটিতে ইতোমধ্যেই কয়েকদফা লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে।

গত সোমবার (২ আগস্ট) থেকে কুইন্সল্যান্ড প্রশাসনও ব্রিসবেনে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। কিন্তু মানুষ লকডাউনের নিয়ম না মেনেই ঘরের বাইরে বের হচ্ছে। এতে সিডনির রাস্তায় সেনাবাহিনী নামিয়েছে দেশটির সরকার। যারা টহল দিচ্ছে পুরো এলাকা।

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সোমবার থেকেই ৩০০ সেনাবাহিনী সিডনির প্রতিটি বাড়ি গিয়ে করোনা আক্রান্তরা নিজেদের আইসোলেশনে রাখছেন কিনা তার খোঁজ খবর নিচ্ছে। এছাড়াও সেনাবাহিনী ও পুলিশকর্মীরা রাস্তায় নিয়মিত টহল দেবে যাতে খুব জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ অযথা না বের হয়।

টিকা প্রদানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া আপাতত লকডাউন জারি রাখার সিদ্ধান্তই নিয়েছে। তবে দেশের ৭০ শতাংশ জনগণ টিকা পেয়ে গেলে লকডাউনও শিথিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭