ওয়ার্ল্ড ইনসাইড

নাফতালি বেনেট: ইরানকে দেখে নেওয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2021


Thumbnail

আরব উপসাগরের ওমান উপকূলে ইসরায়েলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা পরেই ইরান ও ইসরায়েলের মাঝে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার জন্য ইরানকে দায়ী করা হলেও এবার সরাসরি দেশটির বিরুদ্ধে হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বুধবার (০৪ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট সেনাবাহিনীর উত্তর কমান্ডে ভ্রমণকালে তেহরানকে লক্ষ্য করে হুমকি দেন তিনি। এসময় তার সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরানকে লক্ষ করে বেনেট বলেন, সমস্ত মধ্য প্রাচ্যে যখন আগুন জ্বলছে তখন তারা (ইরান) শান্তভাবে তেহরানে বসে থাকতে পারে না। ইসরায়েল একাই দেখে নেবে ইরানকে। খবর আনাদোলু এজেন্সির।

নাফতালি বেনেট আরও বলেন, আমরা ইরানের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা এককভাবেও কাজ করতে জানি। ইরান জানে আমাদের নিরাপত্তার হুমকি হলে তার জন্য কী মূল্য দিতে হয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭