ওয়ার্ল্ড ইনসাইড

চেক প্রজাতন্ত্রে ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2021


Thumbnail

চেক প্রজাতন্ত্রের পিলসেন শহরে বুধবার দু`টি ট্রেনের সংঘর্ষে অন্তত তিন ব্যক্তি নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আরো ছয় জনের অবস্থা গুরুতর।

বুধবার (০৪ আগস্ট) স্থানীয় সময় সকাল আটটায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুই ট্রেনের চালক এবং এক নারী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের হাসপাতালে নিতে চারটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে৷

সোশ্যাল মিডিয়ায় অনেকে দুর্ঘটনার ছবি শেয়ার করেছেন, যেখানে উচ্চগতির একটি ট্রেনের চালকের ক্যাব ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে এবং জরুরি সেবাদাতা কর্মীদের কাজ করতে দেখা গেছে৷

চেক পরিবহণমন্ত্রী কারেল হ্যাভলিসেক এই দুর্ঘটনার পেছনে মানুষের ভুলকে দায়ী করেছেন৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘ইএক্স ৩৫১ ট্রেনটি স্টপ সিগনাল অমান্য করেছে... এবং একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে৷`` পরিস্থিতি গুরুতর বলেও জানিয়েছেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭