ইনসাইড বাংলাদেশ

৭ তারিখ থেকে গণটিকা কর্মসূচী নয়, হচ্ছে পরীক্ষামূলক কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2021


Thumbnail

টিকা নিয়ে ঝটিকা তথ্যের রেশ যেন কাটছেই না। একের পর এক তথ্য এবং সংবাদের পরিপ্রেক্ষিতে মানুষ এখন দোটানায়, বিভ্রান্ত। এরই মাঝে এলো আবার নতুন এক খবর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রথমে বলা হয়েছিল আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে গণটিকা কর্মসূচীর সূচনা। এই কর্মসূচীতে ৩২ লক্ষ ডোজ টিকা দেয়ার চিন্তাভাবনা করা হয়েছিল এবং সে লক্ষ্যে শহরাঞ্চল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে চালু হবার কথা ছিল বিস্তৃত টিকাদান কর্মসূচী। স্বাস্থ্যকর্মীদেরও প্রশিক্ষণ দেয়া হয়েছে সে নিমিত্তে।

কিন্তু এখন আবার জানা গিয়েছে, আগামী ৭ আগস্ট নয়, বরং ১৪ আগস্ট থেকে শুরু হবে টিকাদান কর্মসূচী। তবে এই কর্মসূচীতে কত ডোজ টিকা দেয়া হবে, সেটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এখনও খোলাসা করে কিছু জানায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭