ইনসাইড আর্টিকেল

বাংলাদেশি নাগরিকদের ওমরাহ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/08/2021


Thumbnail

সৌদি আরব সরকারের বেশ কিছু শর্ত পূরণের সাপেক্ষে দেশটিতে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।

ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার আরোপিত শর্তপালন সাপেক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ হজ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ হজে গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং তাদের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী হতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭