লিট ইনসাইড

পুরুষতন্ত্রের দড়ি ও একজন পরী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2021


Thumbnail

[অপরাধী হলে ওর শাস্তি হোক কিন্তু মেয়েটা সুবিচার পাক] 

পুরুষতান্ত্রিকতা ধরিয়াছে পরীকে। 
পরীর কীর্তি শুনে ছি ছি ক`রে মরি কে? 
তুমি মরো আমি মরি মুখোশের সুশীলে
ক্ষতি নাই সবে মিলে মেয়েটারে দুষিলে। 

ছি ছি মেয়ে মদ খায়? মদ্যপ নারী সে?
কৈ পেলো কোটি টাকা মূল্যের গাড়ি সে? 
নারী মদ খাইবে না। মদ খাবে পুরুষে।  
ভালো ভালো পুরুষকে নষ্টের গুরু সে!!

রাতের আসরে পরী ছড়াতো কী রোশনাই  
(ওর কাছে যারা যেতো তাদের তো দোষ নাই!)
পুরুষ তো যাইবেই খুবই স্বাভাবিক তা
নাচো তাতা থৈথৈ ধিকিতা রে ধিক্‌তা... 

মদ্যপ ব্যাদ্দপ কারে কারে ঘাটালো? 
`তাঁহারা`ই মেয়েটারে শ্রীশ্রীঘরে পাঠালো?
বোটক্লাব কাণ্ডেই তার-এ পরিনতি কি? 
প্রকাশ্যে মেয়েদের অপমানে ক্ষতি কি?

সুতরাং লাঞ্ছিত করো তাকে পুরোটা 
পুরুষকে খেতে দাও পেটিসহ মুড়োটা, 
তারপর মুখ মুছে সাজুক না সাধু সে! 
তালিকা লুকিয়ে রাখো পুরুষকে না দুষে।  

পুরুষের সম্মান করিও না ক্ষুণ্ণ
পুরুষের সামাজিক মর্যাদা খুন?? NO.  
যা করার করো তবে পুরুষকে বাঁচিয়ে
এই মেয়ে ভালো নয় এই মেয়ে নাচিয়ে!

ওর ঘরে পাওয়া গেছে এতো এতো মদ্য
এই মেয়ে মদ খায়! মাতালের হদ্য।  
স্বভাবের ঠিক নাই চরিত্র মন্দ
পরীমনি একালের নারী `ঘোষ নন্দ`... 

সব দোষ মেয়েটার। দাও তাকে শাস্তি
ওর নাম মুখে নিলে যাত্রাটা নাস্তি।
শিল্পী সমিতি আসো করো বদনামটা 
পরীকে খারিজ করো কাটো তার নামটা।
 
শিল্পীরা মদ খায়? কাভি নেহি। কাভি না 
(এফডিসি সেঁচে তুই মদখোর পাবি না।)
চারিপাশে দেখি শুধু সাধু আর সন্ত 
সূঁচালো নখরে হাসে বিকশিত দন্ত!

রূপের জাদুতে মেয়ে কাবু করে ক্ষণিকেই!  
পুরুষতান্ত্রিকতা তাই পরীমনিকেই--
ধরিয়াছে, কারণ সে আলোরূপী আলিয়া 
বাজাও বাচ্চালোগ তালিয়া রে তালিয়া...

পুরুষতান্ত্রিকতা সমাজের দড়িতে।  
(পুরুষের সাথে নারী আসিও না লড়িতে।)
অটোয়া ১২ আগস্ট ২০২১

সূত্র: লুৎফর রহমান রিটনের ফেসবুক থেকে সংগৃহীত



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭