ইনসাইড আর্টিকেল

মসজিদে হারামে জুমার নামাজে ইশারা ভাষায় খুতবার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2021


Thumbnail

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা দিতে গত এক দশক যাবত কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স। সংস্থাটির প্রধান ও পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে সৌদির মক্কার ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ।

আরব নিউজের খবরে জানা যায়, শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের সুবিধার্থে ইশারা ভাষায় খুতবা ব্যাখ্যার জন্য ইতিমধ্যে একটি বিশেষ হলরুম বরাদ্দ দেওয়া হয়েছে। পবিত্র মসজিদুল হারামের প্রথম তলার সম্প্রসারিত কিং ফাহাদ চত্বরের শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য এ সেবা শুরু করা হয়। এখানে জুমার দিন খুতবার ইশারা ভাষায় অনুবাদ করা হবে। 

বিশ্বব্যাপী আরাফার খুতবার মূলমর্ম ছড়িয়ে দিতে ১০ ভাষায় অনুবাদ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবায় নানা উদ্যোগ নেওয়ার দায়িত্ব জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স-এর উপর। তাদের এই নতুন উদ্যোগ বিশেষ সুবিধার এই সব মানুষের জন্য বেশ উপকারে আসবে বলে মনে করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭