লিভিং ইনসাইড

ঠোঁটের সঠিক যত্ন নিচ্ছেন তো?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/02/2017


Thumbnail

ঠোঁট একটি নমনীয় অংশ। মুখের অন্যান্য অংশের মত ঠোঁট নিজস্ব কোনো তেল উৎপাদন করতে পারে না। ফলে ঠোঁট হয় শুষ্ক, ফেটে যায় চামড়া। আবার প্রতিদিনের প্রসাধনী ব্যবহারেও ঠোঁট হারায় এর স্বাভাবিক উজ্জ্বলতা। তাই ঠোঁটের প্রতি দিতে হবে বিশেষ নজর।

স্ক্রাব
মুখের মত ঠোঁটেও মৃত ত্বক জন্মায়, যা জমে থেকে ঠোঁটের চামড়া নষ্ট করে দেয়। তাই নিয়মিত করতে হবে স্ক্রাবিং। চিনি এবং অলিভ ওয়েল মেশানো স্ক্রাব সপ্তাহে দুই বার ব্যবহার ঠোঁটের জন্য খুব ভাল।

লিপ ওয়েল
বাজারে এখন অনেক কোম্পানির লিপ ওয়েল পাওয়া যায়। এসব লিপ ওয়েল ভিটামিন ই সমৃদ্ধ হয়, যা আপনার ঠোঁটকে নরম রাখতে সাহায্য করবে। এক্ষেত্রে নারিকেল তেলও ভাল কাজ করে।

সান প্রোটেকশন
শুধু মুখের নয়, আপনার ঠোঁটকেও দিতে হবে সান প্রোটেকশন। তাই ঘর থেকে বের হবার আগে এসপিএফ যুক্ত লিপবাম লাগিয়ে নিন। এতে আপনার ঠোঁট বিবর্ণ হবে না।

লিপবাম
একই ধরণের লিপবাম বেশীদিন ব্যবহার না করে একাধিক ব্র্যন্ডের লিপবাম ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে ভারি করে লিপবাম লাগিয়ে নিন, দেখবেন সকালে আপনার ঠোঁট কোমল অনুভূত হচ্ছে।

ঠোঁটের যত্ন নেয়ার সময় ঠোঁটের উপর বেশী জোর দিবেন না। অতিরিক্ত বা বেশী জোরে ঘষাঘষির ফলে ঠোঁটের চামড়ায় আঘাত পরতে পারে।

বাংলাইনসাইডার/এমএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭