ওয়ার্ল্ড ইনসাইড

ওমান যেতে নিতে হবে দুই ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/08/2021


Thumbnail

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার। তবে এবার যারা করোনার টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন তাদের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করেছে ওমান।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

ঘোষণায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিক যাদের করোনা টিকার দু’টি ডোজ নেওয়া আছে তারা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

ওমানে বাংলাদেশের বৈধ-অবৈধ মিলিয়ে অভিবাসী কর্মী সংখ্যা প্রায় আট লাখ। এই বিশাল কর্মীরা দেশটির ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার পর বেশ বিপাকে পড়ে যায়। আকাশ পথ খুলে দেওয়ার ফলে এবার অনেকের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করা যাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭