ইনসাইড গ্রাউন্ড

‘অধিনায়ক’ নাসিরের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/11/2017


Thumbnail

জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণ বড় কথা। এই কথাটি সিলেট সিক্সার্স কে নিয়ে অনেকেই বলেছিলেন। তারওপর সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল এই দলটির নেতৃত্ব দেবেন কে?

তাই সব বিষয় বিষয় বিবেচনা করে নাসিরকে অধিনায়কত্ব দেয় সিলেট। গত আসরে ঢাকাকে শিরোপা উপহার দেয়া নাসিরকে এবার সিলেট নিজেরাই বাছাই করে নেয়, প্লেয়ার ড্রাফটের আগে। কারণ, বিপিএলে প্রথমবার আসার কারণে সিলেটকে অন্তত তিনজন ক্রিকেটার বাছাই করে নেয়ার স্বাধীনতা দেয়া হয়।

এক প্রকার উড়িয়েই দিয়েছেন তারকানির্ভর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে। নাসিরের নেতৃত্বের সামনে ঢাকার কোনো পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। তার নেতৃত্বের কাছেই অভিজ্ঞ সাকিব আলা হাসানের ঢাকাকে অনেকটা হার মানতে হল ।

শুধু মাত্র নেতত্বই নয়, বল হাতেও দুর্দান্ত ছিলেন নাসির। ৪ ওভার বল করে নিয়েছেন ঢাকার মূল্যবান দুটি উইকেট। শূণ্য রানে ফিরিয়েছেন ওপেনার মেহেদী মারুফকে। আর পুরোপুর জ্বলে ওঠার আগেই ২৬ রানে ফিরিয়েছেন ক্যারিবীয় হার্ডহিটার এভিন লুইসকে। বোলিং ফিগার ৪-০-২১-২। ইকনোমি রেট ৫.২৫ করে। নিঃসন্দেহে ঈর্ষনীয় পারফরম্যান্স।

দক্ষ অধিনায়কের মতই পুরো ম্যাচে নাসিরকে দেখা গেলো। এমন অসাধারণ অধিনায়কত্বের জন্যই হয়তো ম্যাচ শেষে ‘এক্সাইটিং প্লেয়ারের’ পুরস্কারটি উঠলো তার হাতেই।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭