ইনসাইড গ্রাউন্ড

জয়ের লক্ষ্যে ব্যাট করছে রংপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/11/2017


Thumbnail

শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকাকে ১৯ বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে চমক দেখালো সিলেট।

দ্বিতীয় ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০রান না পেরোতেই দুই উইকেট হারিয়ে বিপাকে শক্তিশালী রংপুর রাইডার্স।

এদিকে ম্যাচের শুরুতে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী কিংস। ইনিংসের শুরুটা চার মেরেই শুরু করেন মমিনুল। কিন্তু দলীয় ১২ রানেই মুমিনুল হককে (৯) ফেরান রুবেল হোসেন।

এরপর ৪৯ রানের জুটি গড়েন লুক রাইট এবং রনি তালুকদার। রাইট ব্যক্তিগত ১১ রানে সাঝঘরে ফিরলে কিছুটা বিপাকে পড়ে কিংসরা। আরও বিপদ বাড়ে যখন সহ অধিনায়ক মুশফিকুর রহিমও ১১ রান করে নাজমুলের দ্বিতীয় শিকার হন।

একপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে খেলেন তরুণ রনি তালুকদার। উইকেটের এক প্রান্তে সবাই আউট হলে ফিরে গেলেও রনি ছিলেন অটল। কিন্তু রনি তালুকদারকে বোল্ড করে দিয়ে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রনির ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কা।

এরপর অধিনায়ক ড্যারেন স্যামি ও ফ্রাঙ্কলিনের ধুমধারাক্কা ব্যাটিং। স্যামির ১৮ বলে ১ চার ২ ছক্কায় ২৯ রানের ইনিংসটি শেষ হয় লাসিথ মালিঙ্গার বলে। ফরহাদ রেজা কোনো রান না করেই রান-আউট হয়ে যান। শেষে মেহেদী মিরাজ আর ফ্রাঙ্কলিন ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে রাজশাহী। শেষ বলে রান-আউট হয়ে যান মেহেদী মিরাজ।

তবে এবারের আসরে তারকার ছড়াছড়ি রংপুর রাইডার্সে। সেই দলের সঙ্গে এইরকম লড়াকু স্কোর সত্যিই প্রশংসার যোগ্য 


বাংলা ইনসাইডার/ডিআর






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭