ইনসাইড গ্রাউন্ড

সহজ জয় রংপুর রাইডার্সের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/11/2017


Thumbnail

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রংপুর রাইডার্স। প্রথম দিনে রাজশাহীর দেয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে এক ওভার এক বল বাকি থাকতেই জয় পায় মাশরফির দল। 
 
যদিও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের  অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে শুরুটা রনি তালুকদার ভালোই করেছিলেন। তবে তার আউটের পরই তাসের ঘরের মত পুরো ব্যাটিং লাইনআপে ধস নামে রাজশাহীর।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে রাজশাহী কিংস। সর্বোচ্চ ৪৭ রান করেন রনি তালুকদার। এছাড়া ড্যারেন স্যামি ২৯ ও জেমস ফ্রাঙ্কলিন করেছেন ২৬ রান। শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে। 
 
তবে রংপুরের শুরুটাও ভালো হয়নি। ওপেনার লাইথ শূন্য রানে ফিরে যান। তবে মিথুনের ৪৬, শাহরিয়ার নাফিস ৩৫, বোপারা ৩৯, পেরেরার ২০ রানে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী কিংস ব্যাটিং
: রনি ৪৭, স্যামি ২৯, ফ্র্যাংকলিন ২৬ ; অপু ২/২০, মালিংগা ২/৩৪, সোহাগ গাজী ১/৫।
রংপুর রাইডার্স ব্যাটিং
: মিথুন ৪৬, বোপারা ৩৯, নাফিস ৩৫ ; ফ্র্যাংকলিন ১/২৬, রেজা ১/৩০, উইলিয়ামস ১/৩০।

রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী।


বাংলা ইনসাইডার/এনআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭