ইনসাইড গ্রাউন্ড

আজও কি চমক দেখাবে সিলেট?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/11/2017


Thumbnail

দর্শকরা যেভাবে চেয়েছিলো ঠিক সেভাবেই শুরু হয়েছে বিপিএলের পঞ্চম আসর। শুরুতে সিলেট চমকে দিয়েছে ঢাকাকে। যা কেউ চিন্তাও করেনি। কারণ নতুন দল হিসেবে গুছিয়ে ওঠার একটা ব্যাপার আছে কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল যা হল তা এক কথায় অবিশ্বাস্য।

নতুন রূপে ফিরে এসে কাল ঝলক দেখিয়েছে সিলেট সিক্সার্স। তারকায় ঠাসা দল ঢাকা ডায়নামাইটসকে তারা নয় উইকেটে হারায়। কাল সিলেটের বোলিং্যের কাছে পাত্তাও পায়নি ঢাকার ব্যাটসম্যানরা। কিন্তু ঠিকই সিলেটের ব্যাটসম্যানরা নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে ঢাকার বোলারদের।

এ জয়ের পেছনে অধিনায়ক নাসিরের কৃতিত্ব অনেক বেশি ছিল। সাহস করে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেটও তুলেছেন এই অলরাউন্ডার। অধিনায়ককে অনুসরণ করে বাকি বোলাররাও তাদের সেরাটা দিয়েছেন। তাতে নিজের থেকে দলের লাভ হয়েছে বেশি। ঢাকাকে সিলেট বেঁধে রাখে মাত্র ১৩৬ রানে।

যে পিচে খেলা হয়েছে সেখানে সিলেটের ব্যাটিং দেখে সবার ভেবে নিতে বাধ্য যে এখানে ২০০ রানের বেশি করা সম্ভব। কিন্তু ঢাকার ব্যাটসম্যানদের ব্যাটিং্যের এ কেমন শ্রী! তবে শেষ অবধি জয়ের জন্য তেমন একটা বেগ পেতে হয়নি সিলেট সিক্সার্সকে।

আজও ম্যাচ রয়েছে সিলেট সিক্সার্সের। তারা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ঢাকার মত কুমিল্লাও বেশ শক্তিশালী দল। তাই সিলেট সিক্সার্স কি আজ আবারও গতদিনের মত কোন অঘটন ঘটাতে যাচ্ছে কিনা সেটা দেখার অপেক্ষায় সিলেটের দর্শকরা। খেলাটি বেলা ২টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙ্গা টিভি।


বাংলা ইনসাইডার/এনআই/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭