ওয়ার্ল্ড ইনসাইড

সীমানা পেরিয়ে ০৫.১১.১৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/11/2017


Thumbnail

চলমান বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বাংলা ইনসাইডারের বিশেষ আয়োজন।

দিবাস্বপ্ন দেখা বন্ধ করুণ, ট্রাম্পকে উ. কেরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের অন্যতম আলোচনার বিষয় হবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা। কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে একটি মতামত প্রকাশ করে জানিয়েছে, দেশটির সঙ্গে পারমাণবিক অস্ত্র মুক্তকরণের বিষয়ে আলোচনা করার দিবাস্বপ্ন দেখা বন্ধ করাই ভালো হবে। আরও বলা হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ‍মুখে পিয়ং ইয়ং দমে যাবে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিহার করবে এমন ধারণা করা হাস্যকর। 

খারাপ পরিণতির আশঙ্কায় মিয়ানমার

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে নির্যাতনের কারণে যদি মিয়ানমার সেনাবাহিনীর ওপর মার্কিন প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হয় তাহলে দেশটির বিভিন্ন ক্ষেত্রে এর পরিণতি খারাপ হতে পারে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির মুখপাত্র এমনটাই আশঙ্কা করেছেন। তিনি বলেন, যদি মিয়ানমার সেনাবাহিনী নিষেধাজ্ঞায় পড়ে তাহলে জেনারেলদের সাথে নির্বাচিত বেসামরিক সরকারের ক্ষমতা ভাগাভাগি ক্ষতিগ্রস্ত হবে। এতে ক্ষতির মুখে পড়বে দেশটির বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটররা মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞার প্রস্তাব করে।

আফগানিস্তানে সম্ভব্য যুদ্ধাপরাধের তদন্ত চান আইসিসি কৌসুলি

আফগানিস্তানে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত করে দেখতে চান আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসির) প্রধান কৌসুলি ফাতৌ বেনসৌদা। তিনি বলেন, দেশটিতে সত্যিকার অর্থে যুদ্ধাপরাধের কোন ঘটনা ঘটেছে কিনা তা তিনি তদন্ত করে দেখতে চাই। এ বিষয়ে আইসিসির প্রসিকিউটররা বলেছিলেন, তালেবান এবং তাদের অনুসারী, আফগান কতৃপক্ষ, মার্কিন সশস্ত্র বাহিনী এমনকি সিআইএ সেখানে যুদ্ধাপরাধের ঘটনা ঘটাতে পারে।

তামিলনাডুতে টানা বৃষ্টি , ১২ জনের মৃত্যু

ভারতের তামিলনাডু রাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টিপাতের কারণে তামিলনাডু রাজ্যে প্রায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাতের কারণে রাজ্যটিতে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজনই তামিলনাডুর রাজধানী চেন্নাইয়ের। এদের অধিকাংশরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনায়। রাজ্য সরকার জানিয়েছে, চেন্নাইসহ উপকূলীয় এলাকায় শতধিক ত্রাণশিবির খোলা হয়েছে এবং সেখানে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

কেউ খেয়ে মোটা হচ্ছে, তো কেউ অপুষ্ঠিতে ভুগছে

বিশ্বের ৭০০ কোটি মানুষের মধ্যে প্রায় ২০০ কোটি স্থূলতায় ভুগছে। আবার অপুষ্টির কারণে পাঁচ বছরের কম বয়সের ১৫ কোটি ২০ লাখ শিশুর বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে এবং আরো ৫ কোটি ৪ লাখ শিশু দুর্বল ও ক্ষীণকার হচ্ছে। এই স্থূলতার শিকার একটি অংশ অতিরিক্ত খাবার গ্রহণ করছে আবার ঠিক উল্টো দিকে খাবার না পেয়ে অনেক মানুষ অপুষ্ঠিতে ভুগছে। বিশ্বের ১৪০ টি দেশের মানুষের মধ্যে গবেষণা চালিয়ে ‘গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট’ এ তথ্য দিয়েছে।

বাংলা ইনসাইডার/এমএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭