ইনসাইড বাংলাদেশ

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/11/2017


Thumbnail

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আজ রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ সময়ের নির্দেশ দেন।

একই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশে সরকারকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ।

এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব নেয়ার পর তাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৮ অক্টোবর, রবিবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট নিয়ে সরকারের সঙ্গে বসার কথা বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭