ইনসাইড ক্যারিয়ার

‘সহকারী স্টেশন মাস্টার’ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/09/2021


Thumbnail

লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।  ২৩৫ জন সহকারী স্টেশন মাস্টার নিয়োগ দেবে রেলওয়ে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঝালকাঠি জেলা ব্যাতীত সব জেলার প্রার্থীরা করতে পারবেন আবেদন।

পদের নাম: সহকারী স্টেশন মাস্টার

 পদের সংখ্যা: ২৩৫টি

 চাকরির ধরন: স্থায়ী

 প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

 কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদন যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। কমপক্ষে ২য় শ্রেণি থাকতে হবে।

আবেদনের সময়

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ সেপ্টেম্বর, ২০২১ থেকে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

আবেদনের বয়স

এ বছরের ১ সেপ্টেম্বরে যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারা আবেদন করতে পারবেন ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে। এ ছাড়া বয়স ৩০ পেরিয়ে যাওয়ারাও আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে গত বছরের মার্চে। ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চে প্রথম মৃত্যু হয় বাংলাদেশে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনও জারি করে। ওই প্রজ্ঞাপনের আলোকেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চে যে প্রার্থীর বয়স ৩০ বছর হয়েছে তারাও আবেদনের যোগ্য হবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহীরা এই http://br.teletalk.com.bd ঠিকানায় আবেদন করতে পারবেন ।

আবেদন ফি

টেলিটক সিমের মাধ্যমে ১১২ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭