ইনসাইড পলিটিক্স

নির্বাচনের আগে ভাঙ্গবে বিএনপি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/09/2021


Thumbnail

সম্প্রতি ক্রমশ দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে বিএনপি। নির্বাচনের আগেই বিএনপি ভাঙ্গতে পারে বলে মনে করছেন একাধিক বিএনপি নেতা। তারা বলেন যে, ১৪ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থাকার পরও বিএনপিতে ভাঙ্গন ধরেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করছেন এমনটি বলছেন বিএনপি নেতারা। বিএনপির নিষ্ক্রিয় কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং বিএনপিভাবাপন্ন কিছু ব্যক্তি যারা বিএনপির সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন বা আছেন তারাই বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে বলে বিএনপি নেতারা মনে করছেন। সেই সাথে নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত, খালেদা জিয়ার মুক্তি, লন্ডনে পলাতক তারেক জিয়ার কর্তৃত্ব সহ একাধিক কারণেই নির্বাচনের আগে বিএনপি ভাঙ্গতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই কারণগুলোর মধ্যে রয়েছে,

প্রথমত, বিএনপি এখন নো-ইলেকশন নীতিতে অনড়। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নির্বাচন সহ উপ-নির্বাচনেও অংশগ্রহণ করেনি বিএনপি। নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী। তাই বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপর বিশ্বাস, আস্থা এবং ভরসা চলে গেছে তৃণমূলের। তাই বিএনপির এই নো-ইলেকশন নীতির ফলেই নির্বাচনের আগে বিএনপি ভাঙ্গতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

দ্বিতীয়ত, বিএনপির নেতারা মনে করছেন যে, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কর্নেল (অব:) অলি আহমেদ, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সহ আরও অনেকেই বিএনপিকে ভাঙ্গতে সোচ্চার হয়েছেন। বিএনপিকে আক্রমণ করে বিভিন্ন সময় তাদের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এইসব ব্যক্তিরা বিএনপির অনেকের বিরাগভাজন হলেও বিএনপির তৃণমূলের নেতাকর্মীর কাছে বেশ প্রশংসিত। তাই এটি বিএনপিতে ভাঙ্গনের অন্যতম কারণ হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তৃতীয়ত, বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথে গোপনে সরকারের যোগসাজশ আছে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মী। তারা মনে করেন যে, যখনই আন্দোলনের কোন ইস্যু সৃষ্টি হয়ে তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা তা সুকৌশলে এড়িয়ে যান। তাই তাদের সাথে গোপনে সরকারের যোগসাজশ আছে বলে মনে করেন তারা। বিশেষ করে বিএনপির মহাসচিব সহ আরও অনেকের বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছেন

চতুর্থত, বিএনপিকে নির্বাচনে আনতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা নির্বাচন বর্জন করলেও তা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নয়। তাই নির্বাচনে আনার রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপিতে ভাঙ্গন চায় আওয়ামী লীগ।

পঞ্চমত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক জিয়ার কর্তৃত্বের ইস্যুতেও বিএনপি ভাঙ্গতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আর এই সব মিলিয়ে বিএনপিতে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যা বিএনপিকে অনিবার্য ভাঙ্গনের দিকে নিয়ে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭