ইনসাইড বাংলাদেশ

সেন্সরে জমা, অক্টোবরে মুক্তি ‘রেহানা মরিয়ম নূর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে অংশ নেয়  বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’।  গত ১২ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে। সেন্সর সার্টিফিকেট পেলেই আগামী অক্টোবরের শেষে সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমাটির অন্যতম প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘আগস্ট থেকেই আমরা সিনেমাটি জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কিছু কাগজপত্র প্রস্তুত করতে দেরি হয়ে যায়। আমরা প্রয়োজনীয় সব ডকুমেন্টসহ গতকাল রোববার “রেহানা” সেন্সরে জমা দিয়েছি। আশা করি, শিগগির সেন্সর পাবে। তখন আমরা দেশের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে যেতে পারব।’ 

তিনি আরও বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে যে ভার্সন দেখানো হয়েছে, সেই একই ভার্সন দেশের দর্শক দেখবেন। সিনেমায় কোনো সংযোজন–বিয়োজন নেই।’

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। কলেজে সংঘটিত অপ্রত্যাশিত একটি ঘটনা দেখে ফেলে রেহানা। এর পর থেকে সে তার এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আবদুল্লাহ মোহম্মদ সাদ পরিচালিত ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭