ইনসাইড গ্রাউন্ড

কি হবে বাতিল হওয়া সেই ম্যানচেস্টার টেস্টের?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

ভারতীয় দলে করোনা সংক্রমণ ঘটেছিল। এরপর সেটা বেড়ে যাওয়ার শঙ্কা থেকে ভারতীয় দল মাঠে নামতে অসম্মতি জানায়, শেষমেশ টেস্টটা বাতিলই হয়ে যায়। সেই টেস্ট কী করে আবারও নতুন সূচিতে মাঠে গড়ানো যায়, তা নিয়ে ভাবনার শেষ নেই দুই বোর্ডের, এরই মধ্যে সেই ম্যাচ সম্পর্কে নতুন খবর দিলেন ভারতীয় বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

টেস্ট বাতিল হয়ে যাওয়ায় প্রায় ৪৫০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ইংলিশ বোর্ড। সেটা এড়াতেই আগামী বছর ইংলিশ গ্রীষ্মে আবার ভারত ইংল্যান্ড টেস্ট আয়োজন করা হবে। তবে সেটা আলাদা টেস্ট হবে, নাকি এই অসমাপ্ত সিরিজেরই শেষ ম্যাচ হবে সেটা সে নিয়েই হচ্ছিল আলোচনা।

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমরা চাই সিরিজটি সম্পূর্ণ হোক। ২০০৭-এর পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার এটাই সুযোগ আমাদের সামনে। পরবর্তীতে যে ম্যাচ খেলা হবে, সেটা অবশ্যই সিরিজের পঞ্চম টেস্ট হিসেবে গণ্য হবে। একটি আলাদা টেস্ট হিসেবে নয়।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭