ইনসাইড গ্রাউন্ড

পেসার রবিউলের পাশে দাঁড়ালো ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকার আর্থিক অনুদানের চেক সোমবার পেসার রবিউলের হাতে তুলে দেন তিনি। 

চেক প্রদান কালে প্রতিমন্ত্রী বলেন, আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যে কোন দূরাবস্থায় পাশে দাড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে। এসময়ে ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়াও প্রতিমন্ত্রী ফাউন্ডেশন হতে আম্পায়ার নাদির শাহের চিকিৎসার জন্য মুত্যুর ৩দিন পূর্বে ২ লক্ষ টাকা প্রদান করেন।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এ ক্রিকেটার দীর্ঘদিন ধরে নাক ও নাভির পীড়াসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাছাড়া তার বৃদ্ধ মাও অসুস্থ অবস্থায় আছেন।

ক্রিকেটার রবিউল ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় দলে খেলেছেন। তিনি দেশের হয়ে ৯টি টেস্ট ম্যাচ, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭